| |
               

মূল পাতা ইসলাম ১০ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


১০ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


রহমত নিউজ     02 April, 2023     05:48 PM    


জেনে রাখা ভালো-
আজ রমযানের দশম দিন। রমযানের রহমতের আজ শেষ দিন।

করবো-
ঋণ পরিশোধ

ছাড়বো-
মিথ্যা কসম খাওয়া

মাসআলা-
সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হবে না। সুনানে কুবরা বায়হাকি : ৪/২৩৫

ভুল ধারণা-
বিশেষত গ্রামের অনেক মানুষ মনে করে ফজরের আজান পর্যন্ত সাহরি খাওয়া যায়। এটা ভুল ধারণা। সুবহে সাদিক উদিত হওয়ার আগপর্যন্ত সাহরি খাওয়া যাবে, এরপর খাওয়া যাবে না। ফজরের আজান সাধারণত সাহরির সময় শেষ হওয়ার কয়েক মিনিট পরে দেওয়া হয়। এ বিষয়ে সতর্কতা জরুরি।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১০ম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
আল্লাহ রাববুল আলামীন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জণ্য গ্রীষ্মকালে (রোযার কারণে) পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন (কিয়ামতের দিন) পানি পান করাবেন।-মুসনাদে বাযযার, হাদীস : ১০৩৯; মাজমাউয যাওয়াইদ, হাদীস : ৫০৯৫

উপকারিতা-
দিনের লম্বা সময় খাবার না খাওয়ার কারণে শরীর লবণ গ্রহণ করে না এবং সারাদিনে ইউরিন বা মুত্রের সাথে লবণ বের হয়ে যায় যার ফলে রোজা রাখার কারণে রক্তচাপ কমে।  

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।